অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি
অনগ্রসর জনগোষ্ঠী বাংলাদেশের জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। সমাজসেবা অধিদফতরের জরিপমতে বাংলাদেশে প্রায় ১৪,৯০০০০ জন অনগ্রসর জনগোষ্ঠী রয়েছে। জেলে, সন্যাসী, ঋষি, বেহারা, নাপিত, ধোপা, হাজাম, নিকারী, পাটনী, কাওড়া, তেলী,পাটিকর , বাঁশফোর, ডোমার, রাউত, তেলেগু, হেলা, হাড়ি, লালবেগী, বাল্মিগী, ডোম ইত্যাদি তথাকথিত নিম্নবর্ণের জনগোষ্ঠী এ অনগ্রসর সম্প্রদায়ভুক্ত।
২০১২-২০১৩ অর্থ বছরে পাইলট কর্মসূচির মাধ্যমে ৭টি জেলায় বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি শুরু হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য :
সেবা প্রাপ্তির স্থান/অফিসের নাম:
উপজেলা সমাজসেবা কার্যালয়
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী:
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সংশিষ্ট কার্যালয়ের জনবল
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে):
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর নির্ধারিত ফরমে আগ্রহী ব্যক্তিদের সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে হয় । প্রাপ্ত আবেদন ইউনিয়ন কমিটি কর্তৃক সরেজমিনে যাচাই-বাছাই করে প্রস্তাব আকারে উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। অত:পর উপজেলা কমিটি যাচাই বাছাই করে বরাদ্দ অনুসারে উপকারভোগী নির্বাচন করে। নির্বাচিত ব্যক্তির নামে ব্যাংক হিসাব খোলা এবং কেন্দ্রীয় হিসাব হতে ভাতা বা উপবৃত্তির টাকা স্থানান্তর করে নির্বাচিত ব্যক্তিকে অবহিতকরণপূর্বক ভাতা বা উপবৃত্তি বিতরণ সম্পন্ন করা হয় ।২০২৪-২৫ অর্থবছরের ১ম কিস্তি থেকে জিটুপিতে ইলেকট্রনিক উপায়ে উপবৃত্তির অর্থ বিতরন করা হবে।
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়:
১. নতুন বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আবেদনের ০৩ মাসের মধ্যে;
২. পুরাতন বা নিয়মিতদের ক্ষেত্রে ০৭ কর্মদিবস
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ: বিনামূল্যে
সংশ্লিষ্ট আইন/বিধি/ নীতিমালা: দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি নীতিমালা ২০১৩
একনজরে চাঁদপুর উপজেলায় বিভিন্ন বিভিন্ন ইউনিয়নে অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তথ্যঃ
ক্র:নং |
ইউনিয়নের নাম |
অনগ্রসর জন গোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি |
১ |
২ |
|
১ |
কুতুবজোম |
|
২ |
পৌরসভা |
|
৩ |
কালারমারছড়া |
|
৪ |
ছোট মহেশখালী |
|
৫ |
ধলঘাটা |
|
৬ |
বড় মহেশখালী |
|
৭ |
মাতারবারড়ী |
|
৮ |
শাপলাপুর |
|
৯ |
হোয়ানক |
|
|
মোট |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS