Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
2024-2025 অর্থবছরে বর্ধিত বেদে, অনগ্রসর ও হিজড়া জনগোষ্ঠীর ভাতা এবং উপবৃত্তির অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্তে অনলাইন আবেদন গ্রহণ সংক্রান্ত।
বিস্তারিত

স্মারক নং - ৪১.০১.২২৪৯.০০০০.১৮.০১৬/০৩১.১৯
তারিখ: ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ (১৪ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ)

বিষয়: ২০২৪-২০২৫ অর্থবছরে বর্ধিত বেদে, অনগ্রসর ও হিজড়া জনগোষ্ঠীর ভাতা এবং উপবৃত্তির অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্তে অনলাইন আবেদন গ্রহণ সংক্রান্ত।

সূত্র:
১. সমাজসেবা অধিদপ্তর, সামাজিক নিরাপত্তা অধিশাখা
পত্র নং- ৪১.০১.০০০০.০৫৬.১৬.০০১.২১.৪৯ তারিখ: ১২ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ
২. সমাজসেবা অধিদপ্তরের পত্র নং- ৪১.০১.০০০০.০৫৬.১৬.০০১.২১ তারিখ: ০৯ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ


উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সমাজসেবা অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকা কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে বেদে জনগোষ্ঠীর জীবন্মান উন্নয়ন কর্মসূচি, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি এবং হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির বিশেষভাতা এবং শিক্ষা উপবৃত্তির অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের জন্য অনলাইন আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীরা dss.bhata.gov.bd/online-application লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ভাতা প্রদানসহ উপকারভোগী নির্বাচন করা হবে।

অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা ১৩/১১/২০২৪ তারিখ হতে ৩০/১১/২০২৪ তারিখ পর্যন্ত নির্ধারিত হয়েছে। যারা অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকবেন, তারা এই সুবিধার জন্য বিবেচিত হবেন না। যদি প্রমাণিত হয় যে, আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত গ্রহণ করছেন, তবে তার আবেদন বাতিল করা হবে। আবেদনকারীদের অবশ্যই একটি সক্রিয় নগদ হিসাব নম্বর (মোবাইল নম্বর) প্রদান করতে হবে। পূর্বে অনলাইনে আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে না।

এমতাবস্থায়, উল্লিখিত সময়সীমার মধ্যে আপনার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অনলাইন আবেদনের বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

বিষয়টি অত্যন্ত জরুরী।

মেয়র/চেয়ারম্যান,
……………………… পৌরসভা/ইউনিয়ন পরিষদ,
মহেশখালী, কক্সবাজার।


অনুলিপি সদয় জ্ঞাতার্থে (জৈষ্ঠ্যতার ক্রম অনুসারে নয়):
০১. পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম।
০২. উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, কক্সবাজার।
০৩. চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মহেশখালী, কক্সবাজার।
০৪. উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী, কক্সবাজার।

কার্যার্থে:
০১. …………………………… ইউনিয়ন সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক, উপজেলা সমাজসেবা কার্যালয়, মহেশখালী, কক্সবাজার।
০২. অফিস কপি।

ছবি
প্রকাশের তারিখ
14/11/2024
আর্কাইভ তারিখ
30/11/2024