Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
2024-2025 অর্থবছরে বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতা G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্তে অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধীকরণ এবং সংশ্লিষ্ট এলাকায় ব্যপক প্রচার প্রচারণার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ।
বিস্তারিত

স্মারক নং - ৪১.০১.২২৪৯.০০০০.১৮.০০৫.১৯
তারিখ: 29 কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
14 নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

বিষয়: ২০২৪-২০২৫ অর্থবছরে বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতা G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্তে অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধীকরণ এবং সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রচার প্রচারণার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

সূত্র:
১. সমাজসেবা অধিদপ্তর, সামাজিক নিরাপত্তা অধিশাখা, প্রতিবন্ধী ভাতা শাখা পত্র নং- ৪১.০১.০০০০.০৪৯.১৬.০৬২.২৪.৭৫১ তারিখ: ১৩ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ।
২. সমাজসেবা অধিদপ্তরের পত্র নং- ৪১.০১.০০০০.049.27.004.22.635 তারিখ: ০৩ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ।


উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৪-২০২৫ অর্থবছরে প্রতিবন্ধী ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা ১৫/১০/২০২৪ তারিখ থেকে ১৪/১১/২০২৪ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল। তবে মাঠ পর্যায়ে এখনও অনেক প্রতিবন্ধী ব্যক্তি অনলাইন আবেদন করতে পারেননি বলে জানা গেছে। তাদের সুবিধার্থে, সামাজিক নিরাপত্তা অধিশাখা, প্রতিবন্ধী ভাতা শাখা কর্তৃক অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা আগামী ৩০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্বের অনলাইন আবেদন গ্রহণের সকল শর্তাবলী বজায় থাকবে।

অতএব, উল্লিখিত সময়সীমার মধ্যে আপনার ইউনিয়নে অবস্থানরত অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের DIS এ অন্তর্ভুক্ত হয়ে অনলাইন আবেদনের বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।


দিদার আলম
উপজেলা সমাজসেবা অফিসার(অ.দা.)
মহেশখালী, কক্সবাজার


অনুলিপি সদয় জ্ঞাতার্থে (জৈষ্ঠ্যতার ক্রম অনুসারে নয়):
০১. পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম।
০২. উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, কক্সবাজার।
০৩. চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মহেশখালী, কক্সবাজার।
০৪. উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী, কক্সবাজার।


কার্যার্থে:
০১. …………………………… ইউনিয়ন সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক, উপজেলা সমাজসেবা কার্যালয়, মহেশখালী, কক্সবাজার।
০২. অফিস কপি।

ছবি
প্রকাশের তারিখ
14/11/2024
আর্কাইভ তারিখ
30/11/2024