সম্প্রতি বিভিন্ন প্রতারক চক্র সমাজসেবা অফিসের কথা বলে ভাতাভোগীদের ফোন দিয়ে নগদ একাউন্টের "পিন কোট" ও ম্যাসেজে পাঠানো "ওটিপি" নম্বর নিয়ে নগদ একাউন্ট হ্যাক করে নগদের টাকা নিয়ে যাচ্ছে। অতএব সকলকে সতর্ক করা যাচ্ছে যে, কাউকে "পিন কোড" ও ম্যাসেজে পাঠানো 'ওটিপি' নম্বর জানাবেন না। সমাজসেবা অফিস থেকে ফোন দিয়ে কখনো কোনো ধরণের 'পিন কোড' ও ম্যাসেজে পাঠানো 'ওটিপি' নম্বর চাওয়া হয় না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস